নরসিংদীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান

নরসিংদীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান

হলধর দাস,নরসিংদী।।
‘মানবতার সেবায় প্রকৃতি ও জীবন ক্লাব’ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে দেশব্যাপী খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে “প্রকৃতি ও জীবন ক্লাব”নরসিংদী শাখা  মঙ্গলবার (১৮এপ্রিল) তিনশত জন অসহায় দুস্থ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
সকাল ১১টায় নরসিংদী আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গনে আয়োজিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক বলেন, প্রকৃতি ও জীবন ক্লাব  বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছে। বর্তমান প্রেক্ষাপটে অসহায় দুস্থ মানুষজন চাল,ডাল ও তেল পেয়ে ঈদের আনন্দ আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবে বলে আমি বিশ্বাস করি।
জেলা শাখা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রদান উপদেষ্টা নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোহাম্মদ মাসুম ও
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে ছিলেন নরসিংদী শাখা “প্রকৃতি ও জীবন” ক্লাবের উপদেষ্টা ড. মশিউর রহমান মৃধা, হলধর দাস, মনজিল-এ-মিল্লাত,মোতাহার হোসেন অনিক, শাহজাহান মিয়া, রায়হানা সরকার, ড.মোয়াজ্জেম হোসেন, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সুমন রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত