নরসিংদীর শিবপুরে স্বামীকে খুন করার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ ন ম ইলিয়াস মঙ্গলবার (৬ জুন) জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ জুলাই পারিবারিক কলহের জের ধরে নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া গ্রামে স্বামী মোফাজ্জল হোসেনকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে স্ত্রী জুনু বেগম। এ ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে জুনু বেগমকে আসামীকে করে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ যথারীতি তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার স্বাক্ষী প্রমাণে জুনু বেগমকে দোষী প্রমাণিত হয় এবং জুনু বেগমও দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেন। ফলে এ রায় ঘোষণা করেন বিজ্ঞ বিচারক।
রাষ্ট্রপক্ষের এ্যাডভোকেট খন্দকার হালিম জানান, হত্যাকান্ডের ১০ মাস ১৪ দিনের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হয়। এছাড়া ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদ- দেয়া হয় অভিযুক্ত জুনু বেগমকে।
Leave a Reply