নাসিকের নির্বাচন সুষ্ঠ হয়েছে: রিটার্নিং অফিসার

নাসিকের নির্বাচন সুষ্ঠ হয়েছে: রিটার্নিং অফিসার

স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। রোববার বিকেলে একটি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

মাহফুজা আক্তার বলেন, সবকিছু বিবেচনায় সার্বিক পরিবেশ ভালো ছিল। প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।

তিনি আরও বলেন, অনেকগুলো ওয়ার্ডে বেশ কয়েকটি কেন্দ্রে আমিসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে, ভোটারদের সমাগম বাড়ছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার গতি সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে।

তিনি বলেন, পুরো শহরে নতুন করে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার কারণে নারী ভোটাররা ধীরগতিতে ভোট দিয়েছেন। সব মিলিয়ে অবাধ ও সুষ্ঠু ভোট হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত