পার্থপ্রতিম ভদ্র ফরিদপুর:
“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলায় সর্বস্তরে নিরাপদ খাদ্য নিশ্চিত করণে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২১ খ্রিঃ ফরিদপুর জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার এর সদয় নির্দেশক্রমে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী এর পরামর্শক্রমে, অত্র কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার এর নেতৃত্বে ফরিদপুর শহর এলাকার বাহিরে অম্বিকাপুর বাজার এলাকায় একটি বেকারিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই মোবাইল কোর্ট পরিচালনার সময় জম জম বেকারি নামে একটি খাদ্য প্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূত ও নোংরা পরিবেশে মারাত্মক ক্ষতিকারক রাসায়ানিক অ্যামোনিয়া মিশ্রন করে খাদ্য পণ্য উৎপাদন করায় জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাৎক্ষণিক ৫০০০ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। চলমান এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে দায়িত্ত পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান। একই সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটেলিয়নের একটি টিম।
Leave a Reply