আলোকিত ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ৯ জানুয়ারিকে শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন। এ বিষয়ে একটি ঘোষণাপত্রে তিনি স্বাক্ষর করেছেন। ইউক্রেনের গণমাধ্যম ইউক্রিনফর্ম আজ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের স্মৃতির সম্মানে প্রেসিডেন্ট আদেশ দিয়েছেন। দিবসটি উপলক্ষ্যে সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান ও কনসার্ট বন্ধ থাকবে এবং টেলিভিশন ও রেডিওর অনুষ্ঠানমালায়ও পরিবর্তন আনা হয়েছে। ৮ জানুয়ারি ইরানের তেহরানে উড্ডয়ের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয় ইউক্রেন এয়ারলাইন্সের সেই বিমানটি। এতে ১৬৭ জন যাত্রী ও ৯ ক্রু সদস্য ছিল। বিমানে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডিয়ান, ১১ ইউক্রেনিয়ান, ১০ সুইডিশ, ৪ আফগান, ৩ জার্মান ও ৩ ব্রিটিশ নাগরিক ছিলেন। নিহতদের নাম পাওয়া গেছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, তেহরানের ইমাম আল খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটির ইঞ্জিনে আগুন ধরার পরপরই সেটি বিধ্বস্ত হয়।
Leave a Reply