স্টাফ রিপোর্টার :
নীলফামারীতে মিথ্যে মামলা করায় বাদীর তিন বছর কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মেহেদী হাসান।
দন্ডিত ব্যাক্তির নাম আরিফ হোসেন সে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মাস্টারপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।
ডিমলা থানার পরিদর্শক(তদন্ত) বিশ্বদেব রায় জানান, ২০২০সালে মারধোর ও আটকে রাখার অভিযোগ এনে থানায় মামলা করেন আরিফ। মামলাটি তদন্তকালে অভিযোগ মিথ্যা বলে প্রতিয়মান হয়।
এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক মিথ্যে মামলা করায় বাদীর তিন বছর কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন।
আদালত পুলিশ পরিদর্শক জিন্নাত আলী বলেন, দন্ডিত ওই ব্যক্তিকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply