নেত্রকোণার কেন্দিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত আহত ১

নেত্রকোণার কেন্দিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত আহত ১

নেত্রকোণার কেন্দুয়ায় দুর্বৃত্তের চুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হন। নিহত রোকন উদ্দিন (৩৫) উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের  হাশিম উদ্দিনের ছেলে। আহত রাকিব মিয়া  কাউরাট গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বুধবার (২৪ নভেম্বর)  রাত পৌনে আটটার দিকে  নওপাড়া বাজারে এই হত্যাকান্ড সংঘটিত হয়।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, হতাহতরা বাজারে একটি ঘরে  বসা ছিলেন। আকস্মিকভাবে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রোকন উদ্দিন মারা যান। গুরুতর আহত হন রাকিব। স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো বলেন, ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। কি কারণে কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে তা এখনও জানা যায়নি। তবে পূর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ বৃহস্পতিবার সকালে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত