নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার মদন-কেন্দুয়া সড়কে নিম্নমানের ইটের খোয়ার সাথে বালি মিশ্রিত করে চলছে নিম্নমানের রাস্তা নির্মাণের কাজ। এতে করে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। সড়কে নিম্নমানের কাজ করা হলে গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত নষ্ট হয়ে যাবে। পুনরায় দেখা দিবে মানুষের ভোগান্তি। এদিকে নিম্নমানের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ করা হলেও এখন কাজ ভাল হচ্ছে বলে জানায় উপজেলা প্রকৌশলী।
জানা যায়, “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন” শীর্ষক প্রকল্পে ৫ কোটি টাকা ব্যায়ে মদন চৌরাস্তা হতে কাইটাল ইউনিয়নের মুক্তিযোদ্ধা তোরণ পর্যন্ত ৫.৩ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ চলছে। যেখানে ভালো মানের ইটের সাথে ইটের খোয়া ব্যবহার করার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের সাথে বালু। এর আগে নিম্নমানের কাজ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে কারণ দর্শনোর নোটিশ করেছিল উপজেলা প্রকৌশল।
এ বিষয়ে গত ১০ জানুয়ারি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল নীরব ভূমিকা পালন করছেন। দীর্ঘদিনের গণ মানুষের কাঙ্ক্ষিত এই রাস্তাটির কাজ ভালো না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার এম এ ওয়াহেদ এর সাথে কথা বললে তিনি জানান, যেখানে বালু ব্যবহার করার কথা সেখানে বালু ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের কাজের জন্য উপজেলা প্রকৌশল অফিস হতে নোটিশের বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।
উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল বলেন, প্রথমে নিম্নমানের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়। এরপর রাস্তার কাজ টিক মতই চলছে।
Leave a Reply