নেত্রকোনার বারহাট্টায়  আবার ও ভাইরাসে আক্রান্ত গরু,দুশ্চিন্তায়   কৃষক

নেত্রকোনার বারহাট্টায়  আবার ও ভাইরাসে আক্রান্ত গরু,দুশ্চিন্তায়   কৃষক

বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টায়  গবাদিপশুর মধ্যে একধরনের ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যা ২০১৯ সালে একবার দেখা দিয়েছিল।এক মাস ধরে উপজেলার বিভিন্ন গ্রামে এই ভাইরাসে আক্রান্ত গরুর সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। এর চিকিৎসা নিয়ে এখন চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা। অন্তত পাঁচজন পল্লি পশু চিকিৎসক জানিয়েছেন, তাঁরা গ্রামের প্রবীণদের কাছে শুনেছেন, গ্রামে আগে কখনো এমন রোগ দেখা যায়নি। ২০১৯ সালে একবার এ রোগ দেখা দিয়েছিল এখন নতুন করে আবার এ  ভাইরাস দেখা   দিয়েছে
বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নের  স্বল্প পাগলী  গ্রামের কৃষক   ইব্রাহিম   মিয়া    জানান, এই রোগে আক্রান্ত হলে প্রথমে গরুর শরীরের বিভিন্ন স্থান ফুলে গুটি হয়ে ওঠে। এর সঙ্গে গরুর শরীরের তাপমাত্রা (জ্বর) বেড়ে যায়। এতে আক্রান্ত গরুগুলো নিস্তেজ হয়ে পড়ে। দু-তিন দিনের মধ্যে গুটিগুলো ফেটে কষ (রস) ঝরে। একপর্যায়ে ক্ষতগুলো পচে গরুর শরীর থেকে মাংস খসে পড়ে। এ সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশে।
উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শিহাব উদ্দিন  তিনি দৈনিক আজকের আলোকিত সকাল  কে  বলেন দক্ষিণ এশিয়ার অনেক দেশেই গরুর শরীরে এই ভাইরাস দেখা দিয়েছিল ২০১৯ সালে এ কারণে বাংলাদেশে ও এই ভাইরাস ঢুকেছে। মাঝখানে এতদিন ছিল না নতুন করে এই ভাইরাসটি আবার দেখা দিয়েছে ।
 এই ভাইরাসটি লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) নামে পরিচিত। গত এক মাসে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে এই রোগের চিকিৎসা দেওয়া হয়েছে অন্তত২২৫০টি গরুকে।  বর্তমানে চিকিৎসা চলমান ।
তিনি আর ও বলেন, বারহাট্টায়  গরুর শরীরে এই ভাইরাসটি  দেখা দিয়েছে। তবে  মশা ও মাছির মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পযর্ন্ত উপজেলায় কোনো গরু মারা যাওয়ার সংবাদ তাঁরা পাননি।
                                       
গত  মঙ্গলবার সরেজমিনে উপজেলার সাউথা আসমা  ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে অন্তত ৩০ জন কৃষকের সঙ্গে কথা হয় এই রোগের প্রাদুর্ভাব নিয়ে।  তাঁরা বলেন, এ পর্যন্ত এই দুই ইউনিয়নের অন্তত এক হাজার গরু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময় গরুর খাওয়া নিয়মিত ও স্বাভাবিক থাকে না বলে কৃষকদের পড়তে হচ্ছে বিপাকে।
সদর ইউনিয়নের স্বল্প পাগলী গ্রামের  গ্রামের কৃষক পলাশ খানের   বাড়ি গিয়ে দেখা যায়, আঙিনায় দেড় বছরের একটি এঁড়ে গরুর সামনের বাঁ পায়ের কিছু অংশজুড়ে ক্ষত হয়ে মাংস খসে পড়েছে। সেখান থেকে ঝরে পড়ছে কষ। এই ক্ষতস্থান থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে।
পলাশ খান  বলেন, তাঁর ১৪টি গরুর মধ্যে ৭টি গরু এই রোগে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত গরুগুলোর চিকিৎসায় তাঁর ব্যয় হয়েছে ১৫ হাজার টাকা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রযোজন) মোহাম্মদ মোশারফ হোসেন খান তিনি বলেন  ডক্টর শিহাব উদ্দিন স্যারের পরামর্শ অনুযায়ী গরুগুলোর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, ক্ষতস্থান শুকানো, গরুর শরীরের চামড়া চর্মরোগ থেকে রক্ষায় তিনি অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিহিস্টামিন–জাতীইনজেকশন দিচ্ছেন। এতে গরুর ক্ষতস্থান সেরে উঠছে।
তিনি আর ও বলেন, এই ভাইরাস নিয়ে কৃষকের আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্থানীয় পল্লি পশু চিকিৎসকদের চিকিৎসায় অনেক গরুই সুস্থ হয়ে উঠছে। কৃষকদের গোয়ালঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপদেশ দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত