বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে।আজ মঙ্গলবারবেলা ৩ ঘটিকার সময় উপজেলার বাউসি ইউনিয়নের প্রেমনগর ছালিপুড়া গ্রামের ইদগাহ মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। বখাটে কাউসার মিয়ার বর্বর হামলায় গুরুতর আহত হয়ে মারা যাওয়া শিক্ষার্থীর নাম মুক্তি বর্মণ (১৭)।সে প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।আহত মুক্তি বর্মণ ছালিপুড়া গ্রামের নিখিল বর্মণের মেয়ে।অভিযুক্ত কাউসার মিয়াও(১৭) একই এলাকার সামসু মিয়ার ছেলে।
আশঙ্কাজনক অবস্থায় মুক্তি বর্মণকে এলাকাবাসী প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কিন্তুু ঘাড়ে দায়ের কুপ লেগে গভীর ক্ষত তৈরি হওয়ায় ও রক্তপাত বন্ধ না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।পরবর্তীতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সাবেক ইউপি সদস্য মোবারক মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসি ইউনিয়নের প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তি বর্মণ ছাতা নিয়ে বাড়ি থেকে বের হয়।প্রেমনগর ছালিপুড়া ইদগাহ মাঠ পর্যন্ত যেতেই বখাটে কাউসার মিয়া বটি দা দিয়ে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়।
এসময় মুক্তি বর্মণের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কয়েকজন এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন এই কাউসার ও তারা বাবা দুইজনই জঘন্য মানুষ।কাউসার স্কুল পড়ুয়া অনেক মেয়েদের আগেও বহুবার উক্ত্যোক্ত করেছে।পরবর্তীতে তার বাবাকে বিচার দিলেও কাউসারের বাবা বিচার করেনি।অনেক মেয়ে স্কুল ছেড়ে চলে গেছে কাউসারের অত্যাচারে।তাই এলাকাবাসী অভিযুক্ত কাউসারের কঠিন বিচার দাবী করেন।
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ খোকন কুমার সাহা বলেন বখাটে কর্তৃক স্কুল শিক্ষার্থীকে দা দিয়ে কুপানোর ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে।তিনি আরও জানান বখাটে কাউসারকে আটকের চেষ্টা চলছে। শিক্ষার্থীর পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর মামলা হবে বলেও জানান তিনি।
Leave a Reply