নেত্রকোনা প্রতিনিধি : যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষ জনপ্রিয় করার লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের চাতলকোনা বাজারে শনিবার দিনব্যাপী কৃষক/ মেকানিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ ব্রি গাজীপুর এ প্রশিক্ষণের আয়োজন করে। সংস্থাটির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের পক্ষে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির বিভাগীয় প্রধান ড. মো. আব্দুর রহমান। প্রশিক্ষন উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। দিনব্যাপী প্রশিক্ষনে এলাকার ২০জন কৃষক অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ প্রদান করেন ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ ব্রি গাজীপুর এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনোয়ার হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম। প্রশিক্ষনের আগে একই যন্ত্রের সাহায্যে এক সাথে ধানের চারা রোপন ও মিশ্র সার প্রয়োগের বিষয়টি কৃষকদের দেখানো হয়।
Leave a Reply