গজনবি বিপ্লব:
এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্রের জন্য নেয়া অতিরিক্ত টাকা ফেরতের দাবী, প্রধান শিক্ষকের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ করেছে এসএসসি পরীক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।
আজ শনিবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিবাবকরা এ মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করে।
মানব বন্ধন ও বিক্ষোভে পরীক্ষার্থী এবং অভিবাবকরা প্রবেশপত্রের জন্য নেয়া অতিরিক্ত ৮০০ টাকা ফেরতের দাবী জানিয়ে প্রধান শিক্ষকের অনিয়ম ও দূর্নীতির বিষয়ে শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে প্রধান শিক্ষক কামরুজ্জামান ভুঁইয়া প্রবেশ পত্রের জন্য টাকা নেওয়ার বিষয় অস্বীকার করেন। তিনি বলেন,কিছু শিক্ষার্থীদের কাছে বকেয়া ছিল তা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানের সুনাম হানির জন্য একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রকে করছে যাতে আমার ও বিদ্যালয়ের সুনাম নষ্ট হয়।
Leave a Reply