গজনবী বিপ্লব, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় কথা সাহিত্যিক, লেখক ও পরিচালক ড. হুমায়ুন আহমেদের পৈত্রিক বসতঘরসহ প্রায় ১০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে রাত আনুমানিক ১০টার দিকে বিজয়ী মেম্বার প্রার্থী মোঃ হারেছ মিয়ার সমর্থকরা এই ভাংচুরের ঘটনাটি ঘটিয়েছে বলে জানায় স্থানীয়রা।
নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান আকন্দ, পরাজিত মেম্বার প্রার্থী হুমায়ুন আহমেদের চাচাতো ভাই মোঃ শফিকুল ইসলাম শফিক, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ আরো অনেকে জানান, বুধবার সন্ধ্যার পর নির্বাচনের ফলাফল ঘোষণা হলে বিজয়ী হয় মেম্বার প্রার্থী মোঃ হারেছ মিয়া। পরে রাত আনুমানিক রাত ১০টার দিকে প্রার্থীসহ সমর্থকরা মিছিল করে এসে তাদের বাড়ীঘরসহ ১০টি বাড়ি ভাংচুর করেছে। এসময় বাড়ীতে থাকা নারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বর্তমানে তাদের ভয়ে আতংকে রয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবারগুলো। দ্রুত শাস্তির দাবী জানান তারা।
Leave a Reply