নেত্রকোণায় ১১ লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ বিজিবির
নেত্রকোণার কলমাকান্দায় ১১ লাখ টাকারও বেশি বাজার মূল্যের চোরাচালানের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী টকলেটবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।
রবিবার বিকালে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের এই শাড়ি জব্দের বিষয়টি অবহিত করেন।
তিনি জানান, উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া বিওপি’র হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম শনিবার রাত ১২টার দিকে টকলেটবাড়ী সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দলটি ভারতীয় সীমান্ত অতিক্রম করে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের ভিতরে আসার খবর পান। তখন সেখানে অভিযান চালায় দলের সদস্যরা। এসময় বিজিবির সদস্যদের দেখে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবি’র জোয়ানরা ঘটনাস্থল থেকে চোরাচালানের ভারতীয় শাড়ীগুলো জব্দ করে। জব্দ শাড়ির বাজার মূল্য মূল্য ১১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
জব্দ এই শাড়ি আজ দুপুরে নেত্রকোণা কাস্টমস কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে জানান, এ এস এম জাকারিয়া ।
Leave a Reply