হাসান: নোয়াখালী জেলায় বদিউজ্জামান ওরফে স্বপন একজনকে একটি বিদেশী পিস্তল সহ আটক করে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গতকাল বদিউজ্জামান অস্ত্র সহ গোপালপুর সিরাজ মিয়ার দিঘির পাড়ে অবস্থা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এসআই চৌকস পুলিশ কর্মকর্তা এসআই/মোঃ মাহবুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে বদিউজ্জামান বদু স্বপন(৪৫)পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বদিউজ্জামান বদুর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply