তিমির বনিক,মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহাদেব বাঁচাল। আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও পরাজিত বিদ্রোহী প্রার্থী জুনেল আহমেদ তরফদার (৪৭), উপজেলা আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান চৌধুরী বাবর (৪৫), মিজানুর রহমান (৪৬), মুস্তাক আহমেদ মস্তান (৩৮), বেলাল মিয়া (৩৩) ও হারুনুর রশিদ (৩৮)।এর আগে এই মামলায় এজাহারভুক্ত দুই আসামি রাসেল মিয়া (৩২) ও ওয়াহিদ মিয়াকে (৩৭) পুলিশ গ্রেপ্তার করেছিল। আদালত সূত্রে জানা যায়, অদ্য রোজ রোববার (৯ জানুয়ারি) দুপুরের শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ২৮ জন আসামি জামিন আবেদন করেন। এ সময় ২২ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও মামলার প্রধান আসামিসহ ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মুন্সীবাজারে গত ২রা জানুয়ারি রাত ১০টায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংসদ সদস্যের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বাদী হয়ে ৪০ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
Leave a Reply