নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামানকে আটক করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নির্বাচন বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মির্জা নগর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় (বটতলা) কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃত প্রিসাইডিং অফিসার তিনি উপজেলার আব্দুল্লাহর হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন চলাকালে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামানকে নৌকা প্রতীকে সিল মারার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম ফয়সাল তাঁকে হাতেনাতে আটক করেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতের রয়েছেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এ এস আই সাকিদুল ইসলামের বিরুদ্ধেও অসদাচনের অভিযোগ করেছেন ভোটাররা ও একাধিক সাংবাদিক পর্যবেক্ষক। তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় প্রিজাইটিং অফিসার কামরুজ্জামান অনেকটা প্রকাশ্যে নৌকায় সিল মারেন। এ ঘটনায় পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই বিতর্কিত করেছে বলে মনে করছেন সচেতন মহল।
অপরদিকে নাটেশ্বর ইউনিয়নে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন স্বপন নির্বাচনে ব্যাপক অনিয়ম, জাল ভোট, কারচুপির অভিযোগ করেছেন।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এস.পি) শহীদুল ইসলাম জানান, যদি কেউ ভোট কেন্দ্রে অনিয়ম করে তাকে ছাড় দেয়া হবেনা। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখবো। #
Leave a Reply