শিরোনাম :
কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা নওগাঁয় সিভিল সার্জন সম্মেলনকক্ষে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত  এবার সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, পুড়লো সাড়ে ৭ হাজার পিচ মুরগির বাচ্চা সাভারে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে শেখ আবেদ আলীসহ খুলনায় ৩টি আসনে আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অপেক্ষামান একটি সাতক্ষীরা -১আসনে নৌকা পেয়ে স্বস্তিতে নেই মাঝি  বড়াইগ্রামে ৭০০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা বড়াইগ্রাম পাট চাষী প্রশিক্ষণে নেই কোন চাষী! পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশুর মাটির সুরক্ষায় পুরুস্কার লাভ ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১
ন্যায় প্রতিষ্ঠায় ব্যতিক্রমধর্মী- আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী; জাহাঙ্গীর হোসেন যুবরাজ

ন্যায় প্রতিষ্ঠায় ব্যতিক্রমধর্মী- আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী; জাহাঙ্গীর হোসেন যুবরাজ

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ মৃত্যুর এপারে ওপারে বেঁচে থাকে সেই সব কীর্তিত্বজন যারা লাভ করেন অনন্তের স্বার্থকতার অভিধা। ঢাকা উত্তর সিটির নবগঠিত ৫৪নং ওয়ার্ডের আসন্ন সিটি নির্বাচনের আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর পদ প্রার্থী জাহাঙ্গীর হোসেন যুবরাজ সাহেবের জীবন অনন্তের স্বার্থকের । ইনসানুল কামিল তথা মানুষের সেবা আর কল্যাণে তার অতীত-বর্তমান-ভবিষ্যৎ একই সূচাগ্রে গাঁথা হয়ে আছে থাকবে তার সহজ সরল চলাফেরা আর অহংকার মুক্ত মনের মধ্য দিয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জিবিত সৈনিক এবং ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য এডঃ সাহারা খাতুন ও ঢাকা উত্তর সিটির মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলামের আস্থাভাজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করেন । তুরাগ থানা সহ ঢাকা মহানগরে পরিচিত সব জায়গায় প্রিয়, জাহাঙ্গীর হোসেন যুবরাজ বহুমুখী ব্যাপক ও বিস্তৃত জ্ঞানের অধিকারী । তিনি সাবেক হরিরাম পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সফল মেম্বর ও ৫৪নং ওয়ার্ডের সদ্য বিদায়ী কাউন্সিলর । তিনি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ডে বিশাল মিছিল নিয়ে অংশ গ্রহণ করে সকলের মন জয় করতে সক্ষম হয়েছেন । তৃনমূল থেকে অদ্যবধি রাজনীতির প্রতিটি গন্ডি অত্যন্ত স্বচ্ছতার সাথে পালন করে এসেছেন । গভীর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, তিক্ষ্যে মেধা, ঐশী শক্তি সম্পন্ন, বিচক্ষন-বিশ্লেষক, মানব দরদী সমাজ কল্যাণকামী এই মহান পুরুষ তার পরিচ্ছন্ন, উদার ধর্ম ও সমাজ চিন্তার আলোকে সমগ্র মানব সমাজের উন্নয়ন ও আধ্যাত্মিকজীবন গঠনের মহান দায়িত্ব নিয়ে পিতা-মাতার প্রতি সন্তানের ভালোবাসার উপর গভীর সাধনায় সাবলীল ভালোবাসা প্রতিচ্ছবি হিসেবে কাজ করে যাচ্ছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে । বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে জাহাঙ্গীর হোসেন যুবরাজ নিবেদিত প্রাণ । তাই বর্তমান যখন ক্যাসিনো নামক শয়তানের কালো ছায়া অনেক ক্ষমতাসীন ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামীলীগ-এমপি-মন্ত্রীদের ধাওয়া করছে তখন জাহাঙ্গীর হোসেন যুবরাজ নির্বিঘ্নে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন সততা ও সাহসীকতার সাথে। কিছু কুচক্রিমহল গনহারে বাংলাদেশ আওয়ামীলীগের উপর এসব কুর্কীতির বিষয় চাপিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর হোসেন যুবরাজ বলেন, প্রকৃত পক্ষে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, স্বাধীনতায় বিশ্বাস করে তারা এ ধরনের কুকর্মে জড়িত হতে পারে না। ভালোভাবে খোঁজ নিলে দেখা যাবে অন্যায়ের সাথে জড়িত এসব নেতাকর্মী শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য আওয়ামীলীগের লেভাসকে পুজিঁ করে ফায়দা লুটতেই অভিনয় করে আসছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তির মধ্যেই একজন ব্যক্তির প্রকৃত বিজয় হয় । তার কথা, নিজের জন্মভূমিকে ভালবাসতে হবে, স্বাধীনতার প্রকৃত মূল্যবোধকে নিজের বুঝতে হবে অন্যকেও বুঝাতে হবে। জাহাঙ্গীর হোসেন যুবরাজ কতটা সৎ ও শুদ্ধ, সত্য ও সুন্দর, সত্তম ও সমৃদ্ধ তা নির্ভর করে তার চরিত্র কতটা নিস্কলঙ্ক, কতটা অমল-ধবল, অমিতাভ, কতটা ন্যায়-নীতি আদর্শ নিষ্ঠা তার উপর। অনেক অভিজ্ঞাতায় অর্জিত শিক্ষা পারে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে, কথায় ও কাজের অন্বয়ে, সুচিন্তন ও সুচেতার সাজুস্যে, স্নেহ ও প্রেমের সংশ্লেষ্ট-তবেই তার বিকাশ ও প্রকাশ, প্রতিভাস।
জাহাঙ্গীর হোসেন যুবরাজ নির্মল চরিত্র, ফুলেল চরিত্র নির্ঝর চরিত্র, রুপে অপরুপ রুপস চরিত্র । এই জ্যোতিময় চরিত্র ধারন করে জাহাঙ্গীর হোসেন যুবরাজ বিষ্ময়কর মানবরুপী একটি ভবিষ্যৎ আদর্শিক দৃষ্টান্ত, নিজের জন্য নয় তার কাজ করার প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামীলীগ, মূল সাংস্কৃতির মূল্যবোধকে জাগ্রত করবে শিক্ষা-দীক্ষা, জ্ঞান-গরিমা, প্রেম-প্রীতি ও পূণ্যতায়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে যতবার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমি বিস্মিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। সাধারণ মানুষের সঙ্গে মেশার অসাধারণ ক্ষমতা তাঁর রয়েছে। বলিষ্ঠ নেতৃত্বের সমার্থক জননেত্রি শেখ হাসিনা। সময়ের রাজনীতি, রাজনৈতিক সমতা, বিএনপির অবস্থান, জঙ্গি তৎপরতা, সরকারের সাফল্য, নিজের রাজনৈতিক ক্যারিয়ার, ব্যক্তি ও কর্মজীবনসহ নানা প্রসঙ্গে কথা হয় এই নেতার সঙ্গে । দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে জাহাঙ্গীর হোসেন যুবরাজ বলেন, দেশে এখন কোন রাজনৈতিক অস্থিতিশীলতা নেই। এমন শান্তিপূর্ণ অবস্থা চলছে দীর্ঘদিন ধরেই। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত