বোদা থানা কতৃর্ক ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার। গতকাল ১লা ডিসেম্বর রাত ৮ঃ৫০ ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ১নং ঝলই শালশিরী ইউপির কাজীপাড়ায় অভিযান পরিচালনা করে ১। মোঃ জুয়েল হোসেন (২৬),পিতা-মোঃ বাবলু হোসেন, সাং-ডাবরভাঙ্গা হাড়িভাসা থানা,জেলা- পঞ্চগড়কে ২৫ বোতল ফেন্সিডিলসহ নাতে নাতে গ্রেফতার করে। উক্ত বিষয়ে বোদা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
Leave a Reply