নিজস্ব প্রতিনিধি : অদ্য ১৭/০১/২২ তারিখ রাত ১২.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে গ্রামীণ ফোন টাওয়ারের বিটিএস রুমে আইপিএস এর ব্যাটারী চুরি করার সময় আসামী ১। লিটন (৩২) পিতা- মৃতঃ তছির আহাম্মদ, স্থায়ী সাং- ধনিয়া তুলাতুলি, থানা ও জেলা- ভোলা ২। এসএম লাভলু (৪০) পিতা- মৃতঃ এসএম সামসুল হক, স্থায়ী সাং- মধুরদিয়া, থানা ও জেলা- রাজবাড়ী ৩। মোঃ আবু সাইহিদ (২৮) পিতা- মৃতঃ আঃ রব সিকদার অরফে রাজু, সাং- উত্তর চরভেদুরিয়া ( মকরম আলী শিকদারবাড়ী) থানা ও জেলা- ভোলা ৪। মোঃ আলমাছ ফরাজী (২৫) পিতা-মোঃ শাহাজল ফরাজী অরফে শাজল সাং- কাছিয়া (খরকি স্কুলের পিছনে), থানা ও জেলা – ভোলা গণকে হাতে নাতে গ্রেফতার করে বোদা থানা পুলিশ। উক্ত বিষয়ে বোদা থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধিন চলছে।
Leave a Reply