সৈয়দ জাহিদুজ্জামান:
গতকাল বুধবার (১০ মে) পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক শেখ তারেকের জন্মবার্ষিকী উপলক্ষে দৌলতপুর স্টিমার ঘাটে প্রকৃতি রক্ষার স্বার্থে ১টা বটগাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাবিবুর রহমান, সৈয়দ শাহজাহান, পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক শেখ তারেক, আসাদুজ্জামান আশা, মোঃ হাসিবুর রহমান, সোহাগ মোড়ল, আকিব হোসেন, মিরাজুল শেখ, রাজিবুল ইসলাম চঞ্চল প্রমূখ।
বৈশ্বিক উষ্ণায়ন রোধে সবাই নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষার স্বার্থে বৃক্ষরোপণ করি,পরিবেশ বাঁচাই- এই শ্লোগানে খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল ২০১৪ সাল থেকে বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তন রোধ, নদী দূষণ-দখল রোধ, বন্যপ্রাণী উদ্ধার ও পরিচর্যা নিয়ে কাজ করছে।
Leave a Reply