বিশেষ প্রতিনিধি মোঃ আলি হোসেন: পরিবেশ দূষণের অভিযোগে ঢাকার নিকটে সাভারে অবৈধ দুটি ব্যাটারি তৈরি কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের আদালত। সেই সাথে আরও একটি কারখানা মালিককে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদা আহমেদ। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় লিজেন্ড ব্যাটারি ও জেলটেক লিমিটেড ব্যাটারির কারখানা কর্তৃপক্ষ পরিবেশ দূষণ করে ব্যাটারি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। পরে সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দুটি কারখানায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণের অভিযোগে কারখানা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদ। সেই সাথে ওই দুটি কারখানার পাশে পরিবেশ দূষণের অভিযোগে সেভেন স্টার নামে র্যাগ তৈরীর কারখানা মালিক শফিকুল ইসলামকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয় । নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, ওই কারখানা দুটি অবৈধ। তাদের কারখানার বিষাক্ত গ্যাসে ওই এলাকায় ক্যান্সারসহ নানা রোগে ভুগছিলেন। ওই কারখানার শ্রমিকরাও বিভিন্ন অসুখে ভুগছিলেন। জীবনের তাগিদে শ্রমিকেরা এতদিন কাজ করছিলেন বলে জানিয়েছে তারা। অবৈধ কারখানা দুটি সিলগালা করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। অভিযানের এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম, হিসাব রক্ষক কর্মকর্তা উজ্জল বড়ুয়াসহ আরো অনেকে।
Leave a Reply