গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালু খোলা গ্রামের চাঞ্চল্যকর চার বছরের শিশু বায়েজিদ এর হত্যাকারী মূলহোতা সেরেকুলকে বগুড়া থেকে শুক্রবার (২৬ মে)ভোররাতে গ্রেপ্তার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
বালুখোলা গ্রামের বাসিন্দা সেরেকুল ইসলামকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শিশু বায়েজিদ এর হত্যা মামলার সকল আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন পুলিশ।
উল্লেখ্য, গত ৮ মে বাড়ীর সামনে খেলা করতে গিয়ে বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহেরুলের চার বছরের ছেলে শিশু বায়েজিদ নিখোঁজ হয়। এরপর ১৩ মে সন্ধ্যায় বালুখোলা গ্রামের ধান ক্ষেত হতে শিশুটির কয়েক টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ।এঘটনায় শিশুর মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে মোট দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Leave a Reply