গজনবী বিপ্লব:
গুচ্ছগ্রামের ওয়্যারিংয়ের মালপত্র ও মজুরির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নেত্রকোনার মদন উপজেলার পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) মো. ফিরোজ হোসেনের বিরুদ্ধে।
এমন অভিযোগ তুলে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির অনুমোদিত ইলেকট্রিশিয়ান মো. মাসুদ ইয়ার খান নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম), মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগটি তদন্ত করার জন্য কেন্দুয়ার জোনাল অফিসের ডিজিএম মজিবুর রহমানকে নির্দেশ দিয়েছেন নেত্রকোনা পল্লীবিদ্যুতের জিএম বিপ্লব কুমার। ঘটনাটি প্রাথমিক তদন্ত করতে মদন যান কেন্দুয়ার ডিজিএম মজিবুর রহমান।
তবে অভিযোগ উঠেছে, তদন্তের নামে অভিযোগকারী ইলেকট্রিশিয়ান মাসুদ ইয়ার খানকে নানাভাবে ভয়-ভীতিসহ হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে উপজেলার গোবিন্দশ্রী গুচ্ছগ্রামের হতদরিদ্র ৫০টি পরিবারের ঘরে ওয়্যারিং করার জন্য ইলেকট্রিশিয়ান মো. মাসুদ ইয়ার খানকে মৌখিকভাবে নির্দেশ দেন মদন জোনাল অফিসের ডিজিএম মো. ফিরোজ হোসেন। মাসুদ ওয়্যারিংয়ের কাজ শেষ করার পর সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু ইলেকট্রিশিয়ানের মালপত্র ও মজুরি বাবদ ৯০ হাজার টাকা পরিশোধ করেনি ডিজিএম ফিরোজ হোসেন। টাকা চাইতে গেলে ‘আজ নয় কাল দিচ্ছি’ বলে মাসুদকে দুই বছর ধরে ঘোরাচ্ছেন তিনি। এতে টাকা আত্মসাতের বিষয়টি উল্লেখ করে ডিজিএম ফিরোজ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ইলেকট্রিশিয়ান মাসুদ ইয়ার খান। ওই অভিযোগটির প্রাথমিক তদন্ত করার জন্য সোমবার গুচ্ছগ্রাম পরিদর্শন করেন কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম মজিবুর রহমান। পরে অভিযোগকারী মাসুদ ইয়ার খানকে মদন জোনাল অফিসে ডেকে নিয়ে কথা বলেন।
অভিযোগকারী মাসুদ ইয়ার খান বলেন, ‘অভিযোগটি তদন্ত করবে বলে আমাকে অফিসে ডাকা হয়। কিন্তু সেখানে যাওয়ার পর ডিজিএমের বিরুদ্ধে কেন অভিযোগ করলাম- এ জন্য শাসিয়ে আমাকে এক প্রকার হুমকি দেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তও বিচার চাই।’
মদন পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম মো. ফিরোজ হোসেন জানান, ‘এ ব্যাপারে ইউএনও সাহেব কাজ করছেন। পরে এ বিষয়ে মতামত দেওয়া হবে।’
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনী শাহরীন জানান, ‘আমাদের অফিসের নির্দেশ ছাড়াই নিজ উদ্যোগে গোবিন্দশ্রী গুচ্ছগ্রামের ওয়্যারিংয়ের কাজ করেছেন একজন ইলেকট্রিশিয়ান। তাকে ডিজিএম নির্দেশ দিয়েছিলেন কি না জানি না। এখন গুচ্ছগ্রামের ওয়্যারিংয়ের জন্য সরকারি মালামাল এসেছে। সরকারি মালামাল দেওয়ার জন্য ডিজিএম আমাকে একটি চিঠি দিয়েছেন। কিন্তু সরকারি মালামাল তো আমরা বাইরে বিক্রি করতে পারব না, অথবা কাউকে দেওয়া আইনগতভাবে ঠিক না। যে মালপত্র গুচ্ছগ্রামে লাগানো হয়েছে, সেই মালামাল সরকারি মালামালের সমতুল্য কি না সেটা চেক করবে কে?
নেত্রকোনা পল্লী বিদ্যুত সমিতির জিএম বিপ্লব কুমার জানান, ‘অভিযোগটি প্রাথমিকভাবে তদন্ত করার জন্যকেন্দুয়ার ডিজিএমকে নির্দেশ দেওয়া হয়েছে। মদনের ডিজিএম টাকা আত্মসাৎ করছে কি না তা তদন্তকরে দেখা হবে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply