ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
পাওনা টাকা চাইতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাহিদ হাসান সানি (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। সে নবীনগর উপজেলার ভোলাচং পালপাড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর ছেলে।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর কাঁচারি মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সানি তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্রীরামপুর গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় শ্রীরামপুর কাঁচারি মোড়ের কাছে পৌঁছালে ওই গ্রামের জীবন মিয়ার সঙ্গে তাদের দেখা হয়। সেখানে জীবন মিয়ার সঙ্গে বেশ কয়েকজন যুবক অবস্থান করছিল। এক পর্যায়ে সানি তার কাছে থেকে পাওনা এক হাজার টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
পরে বাকবিতণ্ডার মধ্যেই জীবন মিয়া তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সানির বুকে সজোরে আঘাত করে। এতে সানির সঙ্গে থাকা দুই বন্ধু রুবেল ও মিজান তাকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে তারাও রক্তাক্ত হয়। পরবর্তীকালে গুরুতর আহত অবস্থায় তিনজনকে নবীনগর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত দৈনিক আজকের আলোকিত সকাল কে জানান, পাওনা এক হাজার টাকা চাইতে গিয়ে সানি রাজীবের হাতে খুন হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পাশাপাশি হত্যাকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply