হাবিবুর রহমান সেলিম: রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাটবাজারে পেঁয়াজের মূল্য কমতে শুরু করায় স্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝে। জানা গেছে পাগলাপীরের কাঁচাবাজার নামাহাট ও হরকলির হাট সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে ব্যাপকভাবে পেঁয়াজের আমদানি হচ্ছে। এর ফলে পেঁয়াজের মূল্য কমতে শুরু করেছে। সপ্তাহ পূর্বে ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ৫০—৬০ টাকা দরে বিক্রি করেছেন। এখন হাটবাজারে নতুন পেঁয়াজের আমদানি ব্যাপক হওয়ায় মূল্য কমতে শুরু করছে। ব্যবসায়ীরা প্রতি পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি করতেছেন। স্বরজমিনে পাগলাপীরের নামাহাটের অনিল, বাদশা সহ ব্যবসায়ীরা জানান এখন তো পেঁয়াজ আমদানির মৌসুম তাই মূল্য আরও কমতে পারে।
Leave a Reply