শাহীন বিশ্বাস:
তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়ানের ১নং ওয়ার্ড মোকসেদপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বিকাল ৪ টায় ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিধা-দ্বন্দ ভুলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে এবং দলীয় প্রার্থীর দাবী করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান খলিশখালী ইউনিয়ান সাংবাদিক মোঃ মোজাফ্ফার রহমান বক্তব্য রাখেন। খলিশখালী ইউনিয়ান কৃষক লীগের সভাপতি মাষ্টার বিধান দাস। শ্যামল দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমির দাস । এদিকে সন্ধ্যায় খলিশখালী ৩ নং ওয়ার্ডের বাগমারায় স্কুল মাঠেও কর্মী সমাবেশ চলছে প্রধান অতিথি জননেতা শেখ নুরুল ইসলাম।
Leave a Reply