শাহিন বিশ্বাস :
মুজীব শতবর্ষ উপলক্ষে মাননীয় পধানমন্ত্রীর উপহার ভূমীহীন মানুষের দেওয়া ঘর গত বৃহস্পতিবার বিকালে কাল বৈশাখীর তান্ডপে প্রায় ৮/১০ টি ঘর লন্ডভন্ড করে দিয়েছে। পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়ান দুধলীচর গ্রামে আশ্রয়ন প্রকল্পের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী এ সব ঘর নির্মান করে অসহায় ভূমীহীনদের বসাবস করার উপযোগী করে দেন। সরেজমিন গতকাল বিকালে দুধলীচর গ্রামে গেলে আশ্রহীন মানুষ গুলো সাংবাদিক দের পেয়ে আবেগ আল্পুত হয়ে অশ্রু ভেজা চোখে কান্না জনিত কণ্ঠে ঐ ঘরে বসাবসকারী সাজু নামে এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার বিকালে হঠাৎ কালবৈশাখীর ঝড় এসে পায় ১০ টির মত ঘরের চাল উড়িঢে নিয়ে গেছে। শুধু তাই নয় কিছু ঘর দুমড়ে মুচড়ে গেছে। এখন এ ঘর গুলো জরুরী সংষ্কার করার প্রয়েজন। কিন্তু এ অসহায় মানুষগুলো কি ভাবে সংষ্কার করবে। কারন অনেক টাকা লাগবে মেরামত করতে গেলে। যা আমাদের নেই। ঐ এলাকার ওয়ার্কাস পাটির কর্মী আতিয়ার রহমান জানান এ সব অসহায় মানুষ গুলো যাবে কোথায় । কারন তারা খুব অসহায় দিন আনে দিন খায়। এই ঘর গুলো সংষ্কার করতে অনেক টাকার প্রয়োজন যা তাদের নেই। তাই এ সব মানুষদের আশ্রয়স্হল ও এক মাত্র ভরসা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই এ সব আশ্রয়হীন মানুষগুলো তাদের ঘর গুলো দ্রুত সংষ্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছে।।
Leave a Reply