শাহীন বিশ্বাস:
পাটকেলঘাটার নগরঘাটায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রী সেজে মটর ভ্যান ছিনতাই করেছে। গতকাল রাত আনুমানিক ৮ টার দিকে রাইচ মিল মোড় ও মৌলভীবাজার সংলগ্ন মাঝপথে পাঁচপাড়া ঈদগাহ নামক ফাকা রাস্তার উপরে ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, ২১ মার্চ মঙ্গলবার সন্ধ্যার দিকে তালতলা গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র মোঃ আবুল কাশেম সরদার কলারোয়া উপজেলার সরসকাটি বাজার থেকে ৩ জন যাত্রী নিয়ে নগরঘাটা ত্রিশ মাইল মোড়ে আসছিলেন। পথিমধ্যে পাঁচপাড়া ঈদগাহ নামক স্থানে আসা মাত্রই যাত্রী বেসে ঐ ৩ জন ছিনতাইকারী তাঁকে বেধড়কভাবে পিটিয়ে আহত করে মটর ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। পরে তাঁর আত্নচিৎকারে পথচারী ছুটে এসে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে। তার অবস্থা বর্তমানে আশংকাজনক বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে কয়েকদিন পূর্বে তৈলকুপী গ্রামের আজগার আলীর পুত্র ব্যাটারী ভ্যানচালক মাসুম বিল্লাহকে ছিনাতাইকারীরা চেতনা নাশক স্প্রে করলে সে বুঝতে পেরে মুখ ঘুরিয়ে ফেলে এবং তার কাছ থেকে ভ্যানটি না নিতে পারলে একটি স্মার্ট ফোন নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
Leave a Reply