পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অল্প বৃষ্টিতে জমে হাটু পানি

পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অল্প বৃষ্টিতে জমে হাটু পানি

শাহীন বিশ্বাস:
পাটকেলঘাটা বাজারের প্রাচিন ঐতিহ্যবাহী জনগুরত্বপূর্ণ সড়কগুলো বর্ষা মৌসুম আসতেই মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকাসহ অপরিকল্পিত ভাবে রাস্তা ও দোকানপাট নির্মাণে বৃষ্টির শুরুতেই রাস্তাগুলো পানি কাদায় জনসাধারনের চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ সকল রাস্তা ব্যবহারকারী বাজারে আসা লাখলাখ মানুষ।
এ বাজারে প্রতি বুধ ও শনিবার সাপ্তাহিক হাটের দিন লাখো ক্রেতা-বিক্রেতা পাটকেলঘাটায় সমাগম ঘটে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাদেরকে। গত মঙ্গলবার ২ মে সরেজমিনে গিয়ে দেখা গেছে জনগুরুত্বপূর্ণ এ সড়কগুলোর মধ্যে পাটকেলঘাটা কাউন্সিল রোডে মাঝারী বৃষ্টিতেই প্রায় হাটুপানি এবং ঐ রোডের ফল ব্যাবসায়ী মজিবুর রহমান বলেন আপনারা দেখেন দোকানের ভিতরে পানি উঠে গেছে কি করে এখানে বসে ব্যাবসা করবো। এছাড়া বাজারের একাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা জানান পাটকেলঘাটার বৃহৎ বাণিজ্য কেন্দ্র বাজারের জনগুরত্বপূর্ণ প্রতিটি রাস্তা খানা খন্দকে ভরে গেছে এবং একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকে। এ বাজারে আসা মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করে বলেন। বলফিল্ড রোড, কলেজ রোড, পাটকেলঘাটা হাইস্কুল রোড, জোড়া টাওয়ার রোড পাঁচ রাস্তা মোড়, গরুহাটা রোড, কালীবাড়ি রোড, পল্লী বিদ্যুৎ রোডসহ বেশ কয়েকটি রোডের বেহাল দশা। একটু বর্ষায় রাস্তাগুলোতে কোথাও হাঁটু পানি জমে যায়। হাইস্কুল রোডে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে বাজারে আসা অনেক ক্রেতা-বিক্রেতাকে বাজারে এসে অনেক সময় কাঁদামাটি মেখে বাড়ি যেতে হয়। কাউন্সিল রোড কয়েক যুগেও সংস্কার করা হয়নি। এ রোডে কয়েকটি মিল কল-কারখানা সহ ছোট বড় প্রায় ২০টি গোডাউন আছে। প্রতিদিন শতাধিক মালবোঝাই ট্রাক এ পথে আসা যাওয়া করে। বিভিন্ন রাস্তার উপরে হাট বসার কারণে চরম যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করা ও কোন রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় রাস্তাগুলোর এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাটকেলঘাটার হাইস্কুল রোডের ডাক্তার হাদিউজ্জামান, ব্যবসায়ী সানজিদুল হক ইমন, ব্যবসায়ী ফরহাদ হোসেন সহ কয়েকজন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাজারের কিছু রাস্তা সংষ্কার করা হলেও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা এখনো বেহাল অবস্থায় পড়ে আছে। তার মধ্যে হাইস্কুল রোডের অবস্থা নাজুক। একটু বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে রাস্তার উপর কোন রকম চলাচল করা যায় না। সরকার প্রতিবছর কয়েক লক্ষ টাকার রাজস্ব আদায় করলেও বাজারের তেমন কোন উন্নয়ন হয় না। বিগত মহাজোট সরকার বাজার উন্নয়নে বেশ কটি রাস্তা পাকাকরণের কাজ করলেও বছর না যেতেই তা পিচ খোয়া উঠে বিভিন্ন জায়গায় বড় বড় খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। পাটকেলঘাটা বাজার কমিটির সভাপতি ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, আমি নির্বাচিত হওয়ার পর বাজার সহ রাস্তার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য সহ সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের দ্বারস্থ হয়েছি। তাদের পরামর্শে উপজেলা প্রকৌশলীকে নিয়ে বাজারের জনগুরুত্বপূর্ণ রাস্তা ম্যাপ জরিপ করা হয়েছে। এবং পাটকেলঘাটা বাজারের ০২টি রাস্তা পল্লী বিদ্যুৎ রোড ও হাই স্কুল রোড পূন:নির্মানে সর্বপ্রথমে দুই কোটি টাকা ছাড়পত্র দেওয়া হয়েছে। অতি শিঘ্রই এই দুটি রাস্তার কাজ শুরু করা হবে বলে কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্থ করেছেন। তালা উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, পাটকেলঘাটা বাজারের অন্যান্য রাস্তাগুলো অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুর করা হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত