শাহীন বিশ্বাস:
পাটকেলঘাটা থানা এলাকা মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে পাটকেলঘাটা থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গাজা সহ গ্রেফতার করেছে ।
বৃহস্পতিবার ২৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার সময় নগরঘাটা ইউনিয়ন নিমতলা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক হয় । গাঁজা ব্যবসায়ী নগরঘাটা ইউনিয়ন নিমতলা গ্রামের মসজিদ বাজ এর ছেলে ( ৩৩) জাহাঙ্গীর আলম ।
পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে একাধিক অভিভাবক বলেন, শুধু জাহাঙ্গীরকে না তার সাথে থাকা একাধিক ব্যবসায়ী ও মাদকসেবীর আইনের আওতায় আনা খুবই জরুরি।
তাদের কারণে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা মাদকে আসক্ত হচ্ছে।
৫নং ওয়ার্ড ইউপি সদস্য ডাঃ আব্দুল গফুর সহ একাধিক সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এই জাহাঙ্গীর খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চালের ডিলার। তার বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ রয়েছে কার্ডধারীদের।
থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬/১ সারক ১৯ এর “ক” ধারায় মামলা হয়েছে। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply