পাটগ্রামে নিহত ছাত্রদল নেতার পরিবারকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে যুক্ত হলেন তারেক রহমান

পাটগ্রামে নিহত ছাত্রদল নেতার পরিবারকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে যুক্ত হলেন তারেক রহমান

সুমন ইসলাম বাবু:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাজনৈতিক সহিংসতায় নিহত পৌর ছাত্রদলের নেতা নাসির উদ্দিনের পরিবারকে টিনশেড বিল্ডিং ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৭ মে) বিকেলে ঘর হস্তান্তর অনুষ্ঠানে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি/ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ও বক্তব্য দেন।
পাটগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের সোহাগপুর এলাকায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম প্রধান প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি/ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্যে ১০ দফা দাবির মধ্যে অন্যতম নিরপেক্ষ তত্ত¡াধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন ও সরকারের নানা বিষয়ের সমালোচনা করে বক্তব্য দেন।
২০১৩ সালের ৪ নভেম্বর সকালে উপজেলার সোহাগপুর ধরলা সেতু মোড় এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় উভয় দল ইট, পাথর ছোড়ে ও সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক নাসির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
নাসিরের পরিবার দরিদ্র হওয়ায় বিএনপির উদ্যোগে জমি ও ঘর প্রদান করা হল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত