লালমনিরহাট প্রতিনিধি, মোঃফরহাদ হোসেন।
লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের স্মরণে পাটগ্রাম উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আরাফাত সুলতান কার্নিজের নেতৃত্বে পাটগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার রং তুলির আঁচড়ে রাঙ্গিয়ে তুলে পাটগ্রাম রংতুলির অার্ট একাডেমির ছাত্রছাত্রীরা।রংতুলি আর্টের ছাএ- ছাত্রীরা সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিবারের ন্যায় এবারেও স্বেচ্ছায় শ্রম দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারকে বিভিন্ন রংঙ্গে রাঙ্গিয়ে তোলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বাবু কেশব চন্দ্র রায়, সঞ্জয় রায়, পাটগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক জিনাত ফারহানা স্মৃতি ইসলাম এবং আরও অনেকে।
Leave a Reply