লালমনিরহাট প্রতিনিধি, মোঃ ফরহাদ হোসেন।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা একটি আধুনিক শিল্পনগরী। এই উপজেলায় বুড়িমারী স্থল বন্দর হওয়ায় পাটগ্রাম উপজেলাটি সব সময় যানজটের সমস্যায় পড়তে হয় সাধারণ জনগণকে। বিশেষ করে পাটগ্রামের বাইপাস থেকে শুরু করে সরকারি কলেজ পর্যন্ত, এবং বাইপাস থেকে শুরু করে সোহাগপুর জগতবেড় রোড পর্যন্ত, অপরদিকে চৌরঙ্গী সড়কের আশেপাশের এলাকায় যানজট লেগে থাকে ।
উক্ত যানজটের কারণে শিক্ষার্থী থেকে শুরু করে অফিস ও বিভিন্ন পেশার মানুষ যানজট ও ভোগান্তির শিকার হয় । পাটগ্রাম একটি ব্যস্ততম নগরী ও জনসংখ্যা বেশি হওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও যানজট নিরসন করা যায়নি ।
এই যানজটের সমস্যা ও সাধারণ জনগণের ভোগান্তি কথা চিন্তা করে,
পাটগ্রামের নবাগত উপজেলা নির্বাহি অফিসার মহোদয় মোঃ মশিউর রহমান পাটগ্রাম কে একটি যানজটমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আজ পাটগ্রাম উপজেলার সম্মানিত মেয়র ,পাটগ্রাম পৌরসভা ,সম্মানিত চেয়ারম্যান , উপজেলা পরিষদ ,পাটগ্রাম সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পাটগ্রাম উপজেলা শাখা ও অন্যান্য নেতৃবর্গ এবং স্থানীয় সুধীজন নিয়ে সরেজমিনে পাটগ্রাম উপজেলার যানজট কবলিত স্থানগুলো পরিদর্শন করেন ।
Leave a Reply