লালমনিরহাট প্রতিনিধি, মোঃ ফরহাদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে
১০ জন মহিলাকে ক্ষুদ্রঋণ প্রদান । এই ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে মহিলারাও স্বাবলম্বী হতে পারে বলে মনে করেন পাটগ্রাম উপজেলা নির্বাহি অফিসার। তিনি বলেন এই ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে নারীরা যেমন স্বাবলম্বী হবে তেমনি দেশে কর্মসংস্থানের সুযোগ হবে । গতকাল এ বিষয়ে প্রেস ব্রিফিং ও আলোচনা করার একদিন পরেই এই ক্ষুদ্র ঋণ প্রদান কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। ঋণ প্রত্যাশীরা মনে করেন যদি এই ঋণ প্রদান অব্যাহত থাকে তাহলে দেশে আর কোনো দরিদ্র নারী থাকবে না।ঋণগ্রহণকারীরা পাটগ্রাম উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। এই ক্ষুদ্র ঋণ প্রদান কে সাধারণ জনগণ উপজেলা নবাগত নির্বাহি অফিসার মোঃ মশিউর রহমানকে স্বাগত জানিয়েছেন । আর এই ক্ষুদ্র ঋণ প্রদানে যেমন যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তেমনি অপর দিকে সমাজের উন্নয়ন হবে। উপজেলা নির্বাহি অফিসার বলেন দরিদ্র বিমোচনের জন্য এই ক্ষুদ্র ঋণ প্রদানের ধারা অব্যাহত থাকবে ।
Leave a Reply