মোঃ হাবিবুর রহমান : মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২ কুষ্টিয়ার পূর্বমজমপুর এলাকায় ‘উদয় সমাজ উন্নয়ন সংস্থার’ “মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রে” পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে বৃদ্ধ মহিলাদের মাঝে উন্নতমানের খাবার পরিবশেন করা হয়। জনাব দিলরুবা আলম, সভানেত্রী পুনাক, কুষ্টিয়া (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম) প্রধান অতিথি হিসেবে এ মহতি কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
পরিবার থেকে বিতাড়িত অবহেলিত অসহায় মায়েদের মাঝে কুষ্টিয়া পুনাক সভানেত্রী নিজের হাতে রান্না করা উন্নতমানের খাবার সামগ্রী নিয়ে হাজির হন ও আপন মমতায় বৃদ্ধাদের কাছে টেনে নিয়ে মানবতার হাত বাড়িয়ে দেন এবং নিজ হাতেই উন্নতমানের খাবার পরিবেশন করেন।
এসময় মায়েরা আবেগ আপ্লুত হয়ে পুনাক সভানেত্রীসহ পুনাক পরিবারের জন্য দোয়া করেন। পুনাক সভানেত্রী পূনর্বাসন কেন্দ্রের সকলের সাথে মতবিনিময়ের পূর্বেই পরিবার থেকে বিচ্ছিন্ন মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী গরীব, অসহায় ও দুস্থ মহিলাদের খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন এবং নিজ নৈতিকতাবোধ থেকে তাদের পাশে থেকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।“মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রে” বসবাসরত বৃদ্ধ, অসহায় ও গরীব মায়েরা যাহাতে প্রতিদিন উন্নতমানের চাউলের ভাত খেতে পারেন সেজন্য পুনাক সভানেত্রী ‘উদয় সমাজ উন্নয়ন সংস্থার’ “মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রের” তত্ত্বাবধায়কের নিকট দুই বস্তা উন্নতমানের চাউল বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ ( সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান), জনাব আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদিকা ( সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, সদর) ও পুনাক কুষ্টিয়াসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply