শিরোনাম :
পূর্বধলায় সরকারী চাকুরীজীবী হওয়া সত্বেও করেন সাংবাদিকতা

পূর্বধলায় সরকারী চাকুরীজীবী হওয়া সত্বেও করেন সাংবাদিকতা

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় চাকুরী বিধিমালা লঙ্ঘন করে দীর্ঘদীন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা সাংবাদিকতা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রশাসন ও প্রকৃত সাংবাদিকদের ভাবমুর্তি রক্ষার্থে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীগণ সাংবাদিকতা পেশায় নিয়েজিত থাকার বিষয়ে তালিকা প্রস্তুত পূর্বক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১১.১৭ অনুযায়ী তদন্ত করে এমপিও বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সাংবাদিক তৌহিদুল কবীর রাসেল গত ২৫ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর মাধ্যমে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বরাবরে অভিযোগ দাখিল করেন।
অভিযোগে জানা যায়, উপজেলায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা বিভিন্ন গণমাধ্যমে, পত্রিকা ও অনলাইনে উপজেলা প্রতিনিধি হিসাবে এমপিও নীতিমালা লঙ্ঘন করে সাংবাদিকতা করে যাচ্ছেন। এমনকি কারোনাকালীন সময়ে সাংবাদিক প্রণোদনাও গ্রহণ করেছেন।
এছাড়াও এমপিওভুক্ত শিক্ষকরা সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের জিম্মি করে রাখেন। এই মহান পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের মুল পেশা শিক্ষকতা/কর্মচারীদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। তারা প্রতিষ্ঠান ফাঁকি দিয়ে বেশীর ভাগ সময় উপজেলা শহরে অবস্থান করতে দেখা যায়।
বিভিন্ন অফিসে গিয়ে অফিসারদের উপরে হুমকি, ধামকিসহ নানাবিধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। যার ফলে প্রশাসন ও প্রকৃত সাংবাদিকদের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, এ বিষয়ে একটি অভিযোগ জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়েছে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তালিকা তৈরি করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত