পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ে স্টেশন বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে আগুনের এই ঘটনা ঘটে।
আগুনে একটি ফার্মেসি, একটি জুতার দোকান, দুইটি মোবাইল ও সার্ভিসিং এর দোকান, একটি চায়ের দোকানসহ আরো একটি দোকান পুড়ে গেছে।
দোকান মালিকরা জানান, আগুনে তাদের নগদ টাকা ও মালামালসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের পাহারাদার আবু সিদ্দিক আকন্দ জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে স্টেশন বাজারের একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। পরে অনেক ডাকাডাকির পর মসজিদের মাইকে আগুনের বিষয়টি মাইকিং করান। ততক্ষণে আগুন মুহূর্তেই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ইউনিট এসে প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে।
অগ্নিকাণ্ডে খবর পেয়ে রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply