স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পৈত্রিক সম্পত্তির জের ধরে জানু মিয়ার (৬৫) উপর তার নীজ বাড়িতে অতর্কিত হামলা ও হত্যার হুমকি দিয়েছে আবু তাহের (৫০)। ঘটনাটি ঘটেছে গত ৩১ মার্চ উপজেলার বড় কামতা এলাকায়। জানু মিয়া দেবীদ্বার উপজেলার মৃত মোহর আলীর পুত্র। এ ব্যাপারে দেবীদ্বার থানায় মৃত আঃ জবাবার আলীর পুত্র আবু তাহেরকে ১ নং বিবাদী করে মোট ৭ জনের নামে একটি অভিযোগ দিয়েছে জানু মিয়া। বিবাদীদের মধ্যে অন্যান্যরা হল, মৃত খায়াজ আলীর পুত্র ইছন মিয়া (৫৫); মোঃ রুহুল আমিনের ছেলে ইমন মিয়া (২২); জালাল মিয়ার ছেলে হাছান মিয়া ও আফসার মিয়া; জালাল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৪০); রুহুল আমিনের স্ত্রী মিনু আরা বেগম (৪২)। অভিযোগ ও এলাকা সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্মত্তির জের ধরে গত ৩১ মার্চ সন্ধ্যায় দেবীদ্বার থানাধীন বরকামতার জানু মিয়ার বাড়িতে আবু তাহের ও তার দলবল নিয়ে জানু মিয়া ও তার স্ত্রীকে ব্যাপক মারধর করে তার গলায় থাকা ৪৫ হাজার টাকার একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। এখানেই শেষ নয়, ঘরের আলমারী, দরজা, জানালা ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় জানু মিয়া বাধা দিলে বিবাদী আবু তাহেরে হাতে থাকা দা দিয়ে জানু মিয়ার মাথায় কোপ দেয়। ঘটনার সময় চিৎকার চেচামেচি করলে আশ পাশের লোকজন আসতে দেখে আবু তাহের তার দলবল নিয়ে চলে যায়। পরে ঘটনার স্বাক্ষী মনোয়ারা বেগমের সহায়তায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নেন। এ ব্যাপারে জানু মিয়ার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিককে জানান, আমি এর সুষ্ঠ বিচার চাই এবং আমার ও পরিবারের উপর হামলা করে নগদ ৫০ হাজার টাকা ও আমার স্ত্রীর ব্যবহৃত চেইনসহ পর্যাপ্ত পরিমান ক্ষতিপূরন চাই। এ বিষয় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি অভিযোগ পত্র পেয়েছি, ঘটনা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply