হাতীবান্ধা প্রতিনিধি, মিনহাজ পারভেজ।
প্যাথলজির আড়ালে মাদক ব্যবসা; গ্রেফতার ১লালমনিরহাটের হাতীবান্ধার মেডিকেল মোড় এলাকায় তিস্তা প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ মিলন মিয়া (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপর সহযোগী তিস্তা প্যাথলজির কর্মচারী শরিফুল ইসলাম পালিয়ে যায়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল ওই প্যাথলজিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্যাথলজিতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় প্যাথলজি থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ বাড়াইপাড়া এলাকার মমিনুর রহমানের পুত্র মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিলন জানান, ওই প্যাথলজির কর্মচারী বাড়াইপাড়া এলাকার জসির উদ্দিনের পূত্র শরিফুল ইসলামসহ তারা এ মাদক ব্যবসা করে আসছেন। এ সময় তিস্তা প্যাথলজির কর্মচারী শরিফুল ইসলামকে পুলিশ খুঁজলে সে পালিয়ে যায়।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই প্যাথলজিতে মাদক ব্যবসার সাথে কারা কারা জড়িত এবং কারা কারা এসে মাদক ক্রয় বা সেবন করেন তা তদন্ত করা হবে।
Leave a Reply