মোহাম্মদ মনির,কর্ণফুলী প্রতিনিধি :
চট্টগ্রাম কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের হানাইছড়া প্রভাবশালীদের দখল করায় অস্তিত্ব সঙ্কটে পড়েছে। পাহাড় থেকে সৃষ্ট সুদীর্ঘ কালের প্রাচীন এই ছড়াটির উভয় পাশের কোনো কোনো অংশ শীর্ণকায় নালার আকৃতি ধারণ করেছে। এতে বর্ষাকালে পাহাড়ি ঢলের পানিপ্রবাহ ব্যাহত হয়ে আশপাশে সৃষ্টি হয় জলাবদ্ধতার।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার
বড়উঠান ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত পাহাড়ি হানাই ছড়াটির দু পাশে বসতভিটার সীমানা বৃদ্ধি করা হচ্ছে । ফলে ১১ ফিট আয়তনের এই ছড়া এখন অনেকাংশে সরু নালায় পরিণত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ছড়াটির দু পাশে দুইটি বসতভিটা তৈরি হয়েছে। যার কারণে ছড়াটি ১১ফিট থেকে আর মাত্র ৪ফিট মত রয়েছে।এতে এই অংশে ছড়াটি একেবারে অর্ধেক হয়ে ভাগ হয়ে গেছে। ছড়ার ভেতরে ময়লা আবর্জনায় ভরপুর। বর্তমানে এই অংশে ছড়াটি পরবর্তীতে থাকবে কিনা তা নিয়ে সংশয় আছে এলাকাবাসীর। ছড়ার পাশের বৃদ্ধ লোকজন বলেন, ছোটবেলায় দেখেছি ছড়াটি অনেক বড় ছিল। বর্ষাকালে পাহাড় থেকে ছড়ার পানি নেমে যেত সাগরে। এতে আমরা পাহাড়ি ঢল থেকে রক্ষা পেতাম। ফসলহানি ঘটত না। কিন্তু এখন পাহাড় থেকে সাগর পর্যন্ত পুরো ছড়া এলাকার চার দিকে দখলের পর দখল চলছে।
স্থানীয়রা আরো জানান, যে গতিতে এই ছড়াটি দখল হচ্ছে তাতে এখনই দখল মুক্ত করার প্রক্রিয়া না নিলে অদূর ভবিষ্যতে বাস্তবে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সরকারি ছড়া এভাবে দখলের কারণ জানতে চাইলে একদিকে কামাল বলেন, ‘আমার কাছে ডুকে নাই’। অপরদিকে নুরুচ্ছফা বলেন, ‘আমার কাছে ডুকে নাই’। মুঠোফোনে কথা বললে তারা জানান, ‘আমরা কোন ছড়া দখল করে দালান নির্মাণ করিনি’। তাহলে ছড়ার ১১ফুট প্রস্থ জায়গা কোথায় গেল এমন প্রশ্নের জবাবে তারা দুজনই অভিযোগ করে বলেন, সিট নিয়ে দেখুন জায়গা কার কাছে ডুকছে, আমার কাছে ডুকলে আমি ছেড়ে দিব।
এ বিষয়ে জানতে চাইলে বড়উঠান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাইফুদ্দীন জানান, হানাই ছড়াটি মোট ১১ফুট, কিন্তু বর্তমানে ছড়ার জায়গা আছে ৪ফুট মত। ছড়ার উপর দালান নির্মাণ করায় বর্ষা মৌসুমে পানি চলাচল করতে না পারায় এলাকায় প্লাবিত হচ্ছে।
এভাবে প্রকাশ্যে সরকারি ছড়া দখল বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শামসুল তাবরিজ বলেন, এভাবে সরকারি ছড়া দখলের ঘটনা আমার জানা ছিল না। অতি সত্বর খোঁজ নিয়ে দখলের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply