শিরোনাম :
নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড রূপগঞ্জে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের  লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ  কোনো স্বৈরাচারী সরকারই নিজেদের অস্তিত্ত্বকে টিকিয়ে রাখতে পারেনি: মির্জা ফখরুল মধুখালীতে ট্রেনে কাটা পরে একজনের আত্মহত্যা ফরিদপুরের নগরকান্দায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা  যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে  নীলফামারীর ডোমারে আলোচনা সভা খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত দে‌বিদ্বার পৌর নির্বাচন; নৌকার মনোনয়ন পেতে কেন্দ্রে যাচ্ছে ৮ নাম জরুরী বিজ্ঞপ্তি নেত্রকোণায় সাব রেজিষ্ট্রি অফিসে চলছে জাল দলিলের মহৎসব ; চলছে তদন্ত
ফরিদপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

ফরিদপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

পার্থপ্রতিম ভদ্র, ফরিদপুর:
ফরিদপুরে ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ,২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে বর্ণাঢ্য রেলি ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক  এ এস এম  আলী আহসানের   সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন প্রতিবন্ধীদের উন্নয়নে এ সরকার কাজ করছে। তিনি বলেন আমরা মুজিববর্ষে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ঘর ও জমি দিয়েছি। আগামীতে তাদের  সব রকম সাহায্য  সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন ফরিদপুরে প্রতিবন্ধীদের থাকার জন্য সুবর্ণ ভবন নামে একটা বহুতল ভবন প্রতিষ্ঠা হবে । তাতে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিরা বসবাস করতে পারবেন। এখানে তাদের জন্য লিফট হবে এবং রাম্প এর ব্যবস্থা থাকবে।
তিনি বলেন বর্তমানে জেলায় ৩২৬৪০ জন প্রতিবন্ধীর মধ্যে ৩২০০০ প্রতিবন্ধী জনগোষ্ঠি নিয়মিত ভাতা পান বাকিদেরও ভাতার আওতায় আনা হবে এবং এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তা কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন আমাদের বাবা-মার অজ্ঞতার কারণে  যেন কোন শিশু প্রতিবন্ধী হয়ে  জন্ম নিতে না পারে সেদিকে তাদের খেয়াল রাখতে হবে। তিনি প্রতিবন্ধীদের সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহবান করেন।
এবং তাদের সাহায্যের জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর এম এ সামাদ, সাংবাদিক পান্না বালা, প্রগ্রমার্স ইনচার্জ বিসিসি অলিউল্লাহ আহমেদ, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে বক্তব্য রাখেন কুদ্দুস, মিলি আক্তার, রাশিদুল।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিবন্ধী দিলীপ কুমার সরকার কে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সকল এনজিও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত