ফরিদপুরে একাধিক মামলার আসামি ভূমিদস্যু সিদ্দিক গ্রেপ্তার

ফরিদপুরে একাধিক মামলার আসামি ভূমিদস্যু সিদ্দিক গ্রেপ্তার

পার্থপ্রতিম ভদ্র, ফরিদপুর:
ফরিদপুরে একাধিক মামলার আসামি টেন্ডারবাজি ভূমিদস্যু সিদ্দিককে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা পুলিশ।শুক্রবার দুপুরে  পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জামাল পাশা, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আবুল খায়ের ও ইন্সপেক্টর অপারেশন আব্দুল গফফার প্রমূখ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়  কোতোয়ালি থানার মামলা নম্বর ৭ তারিখ ৬ জুলাই ২০২০, জিয়ার ৩৭১/১০ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/১০৯/১১৪ পেনাল কোডের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ বরকত রুবেল অন্যতম সহযোগী সিদ্দিকুর রহমান (৪০) পিতা-মৃত আলাউদ্দিন শেখ , গুহ লক্ষীপুর থানা কোতোয়ালি  জেলা ফরিদপুর কে ১০ ডিসেম্বর রাত ১:১৫ মিনিটে  ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নামে ১ /কোতোয়ালি থানার এফআইআর নম্বর ৩৯ তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০০৫, জি আর ৮১/২০০৫ ধারা ৪(১) আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ২০০২ সংশোধনী ২০০৯,২/ কোতোয়ালি থানার মামলা নং ৪৪ তারিখ ২৩ শে জুন,  জি/আর ৩৪৮/২০২০/ধারা ৩৮৫/৩৮৬ পেনাল কোড ৩/ কোতোয়ালি থানার মামলা নং ১৯ তারিখ ১৩ ই জুলাই ধারা  ১৪৩/৪৪৭/৩৮৫/৫০৬(২)  পেনাল কোড জি আর ৩৮৩/২০২০ বিজ্ঞ আদালতে বিচারাধীন। এবং ৪/ কোতোয়ালি থানার মামলা নং ৩১, তারিখ ১০ ডিসেম্বর ২০২১ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/১১৪/৫০৬ প্যানেল কোড।
জিআর ১০২৮/২০২১ তদন্তাধীন আছে।
আসামি সিদ্দিকুর রহমান সিদ্দিক দীর্ঘদিন যাবৎ ফরিদপুরের বিভিন্ন অপরাধী সন্ত্রাসী বাহিনী গঠন করে টেন্ডারবাজি চাঁদাবাজি পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, গণপূর্ত বিভাগ অফিস, ফ্যাসিলিটিজ অফিস, বিভিন্ন হাট-বাজার, বালুমহল নিয়ন্ত্রণ, বাস স্ট্যান্ড ও সিএমবি ঘাট সহ বিভিন্ন সরকারি অফিসে ত্রাস জোরপূর্বক টেন্ডার ছিনতাই করে   অঢেল টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে।
আসামিকে বিজ্ঞ আদালতে আবেদনের প্রক্রিয়া গ্রহণসহ তদন্ত অব্যাহত আছে। সিদ্দিকুর রহমানের গ্রেপ্তারের পর বহু ভুক্তভোগীরা মামলা করার জন্য পুলিশের কাছে মুখ খুলছে বলে উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়। পরবর্তীতে আরও তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত