পার্থপ্রতিম ভদ্র, ফরিদপুর:
ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দীপক কুমার রায় এর সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ ২০২১ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম-সেবা ,ফরিদপুর জেলা আওয়ামীলীগ এর সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোল্লা , সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বাংলাদেশের ডিজিটাল কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন জন্ম নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন কাজ এখন আমরা ঘরে বসে আমাদের মোবাইলের মাধ্যমে সম্পন্ন করতে পারছি। সভায় বক্তারা বাংলাদেশের ডিজিটাল কার্যক্রম গুলোর মাধ্যমে দেশের উন্নতি ক্রমন্বয়ে বৃদ্ধিপাচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply