পার্থপ্রতিম ভদ্র ফরিদপুর:
ফরিদপুরে মোটর সাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। এ বিষয়ে ২৬ শে নভেম্বর শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় গত ২৬ নভেম্বর ২০২১ তারিখে অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে জেলার কোতয়ালী থানাধীন ধুলদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফুরসা গ্রামের মোঃ শাহিদ মাতুব্বর এর পুত্র মোঃ ইয়াকুব মাতুব্বর(২৩), রাজবাড়ী জেলার চরশামনগর গ্রামের মৃত আমজাদ মোল্লার পুত্র মোঃ কাওসার মোল্লা(২৭) কে আটক করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে চক্রের অন্যান্য সদস্যরা ফরিদপুর জেলার কোতয়ালী থানার ফুরসা গ্রাম এবং ভাংগা থানার পুকুরিয়া গ্রাম এলাকায় অবস্থানকালীন সময়ে ফুরসা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার সালথা থানার বালিয়াগট্টি গ্রামের মোঃ আকুব্বর মাতুব্বর এর পুত্র মোঃ ইমরান মাতুব্বর(২৫) ও একই গ্রামের মোঃ হাবিব ফকির এর পুত্র মোঃ আব্দুল্লাহ(২০), এবং পুকুরিয়া থেকে ঐ গ্রামের মোঃ শাহজাহান মোল্লার পুত্র মোঃ রাহাত মোল্লা(২০) কে আটক করে। এ সময় তাদের নিকট হতে ৪ টি চোরাই মোটর সাইকেল, মোটর সাইকেল চুরির কাজে ব্যবহৃত ০৯ টি সীমকার্ডসহ ০৫টি মোবাইল ফোন এবং নগদ ৫,৬০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন। মোটর সাইকেল চোরাকারবারী চক্রের সদস্যরা চোরাই মোটর সাইকেল বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেইসবুকে স্বল্পমূল্যে মোটর সাইকেল বিক্রির লোভনীয় অফার দিয়ে সহজ সরল মানুষকে ঠকিয়ে চোরাই মোটর সাইকেল বিক্রয় করে থাকে বলে সংবাদ সম্মেলনে সুত্রে জানা গেছে।
Leave a Reply