পার্থপ্রতিম ভদ্র,ফরিদপুর: ফরিদপুর জেলা পুলিশের ২৪ ঘন্টার কার্যক্রম প্রকাশিত হয়েছে এতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশ প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ০৬টি চোরাই মোটরসাইকেল, ০৪টি ব্যাটারিচালিত ইজিবাইক, ০৫টি ব্যাটারি চালিত ভ্যান, ০২টি তালা কাটার মেশিন, ০১টি তালা ভাঙার যন্ত্র ও নগদ ৩,৭১,০০০/- টাকাসহ ০৯ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়। জেলায় মোট ০৭ টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ২৫ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। ট্রাফিক পুলিশ ১১ টি প্রসিকিউশন দেয়। ৮৮,০০০/- টাকা জরিমানা আদায় করে ও ০৬ টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করা হয়।
জেলা পুলিশ কর্তৃক গৃহীত কার্যক্রম নিম্নে প্রদত্ত হলোঃ
ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ আব্দুল জব্বার, এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই মোঃ মাহাবুল করিম, আব্দুর রহিম, এএসআই আজমল হোসেন, এএসআই খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতয়ালী থানার মামলা নং-৪৬, তারিখ ১৬.০১.২০২২ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনালকোড এর এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী ১। রায়েব আলী সরদার(৪০), ২। মিন্টু সরদার(৩৬), উভয়পিতা-মোজাম সরদার, মাতা-ছাহেরা বেগম, সাং-হাসনহাটি, ৩। আশরাফুল শেখ(৩২), পিতা-আবুল হাশেম শেখ, মাতা-মৃত ফিরোজা বেগম, সাং-ছাগলদী(মাদ্রাসার পাশে), সর্বথানা-নগরকান্দা, ৪। মিজান শেখ(৪০), পিতা-মৃত আইয়ুব আলী শেখ, মাতা-কইতরি বেগম, সাং-কাগদী সজ্জনকান্দা, থানা-সালথা, সর্বজেলা-ফরিদপুর, ৫। আলেপ মন্ডল ওরফে সাগর(৩০), পিতা-মৃত শাহজাহান মন্ডল, মাতা-মাকিনজান বেগম, সাং-দয়ারামপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী, ৬। শেখ মোশারাফ ওরফে মুছা(৩০), পিতা-শেখ সাহিদ, মাতা-মিনারা বেগম, সাং-চরকমলাপুর, ৭। মোশারফ হোসেন ওরফে মুসা(৪০), পিতা-মৃত শেখ ইমান, মাতা-রহিমা বেগম, সাং-বিলমামুদপুর হাজী ভ্রমরদী বেপারীর ডাঙ্গী, উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদের ০২ দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামী শেখ মোশারফ(৩০)এর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ফরিদপুর কোতয়ালী থানাধীন দক্ষিন চরকমলাপুর সাকিনস্থ্য জনৈক আনোয়ার হোসেন এর গ্যারেজ হইতে ০২ টি ব্যাটারি চালিত চোরাই ইজিবাইক এবং মধুখালী থানাধীন মুরারদিয়া হইতে ০১ টি বাজাজ পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়, ধৃত আসামী মিন্টু সরদারের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক রাজবাড়ী জেলার সদর থানা হইতে ০১টি ব্যাটারি চালিত অটোভ্যান, আসামী মোশারফ শেখ(৪০) এর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ঝিনাইদহ সদর থানা এলাকা হইতে মহাদেব দাস(৪০), এর গ্যারেজ থেকে ০২ টি ব্যাটারি চালিত চোরাই ইজিবাইকসহ মহাদেব দাস(৪০), পিতা-গোবিন্দ দাস, সাং-মধুপুর, থানা ও জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়, আসামী মিজান শেখ এর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ফরিদপুর সালথা এলাকা হইতে ০১ টি এ্যাপাচি আরটিআর, ০১ টি হিরো হোন্ডা, ০১ টি হিরো স্পিলিন্ডার, ০১ টি প্লাটিনা মোটর সাইকেলসহ ০১ টি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার, আসামী রায়েব আলীর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকা হইতে ০১ টি হিরো স্পিলিন্ডার মোটর সাইকেল এবং মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানা এলাকায় তার ভাড়া বাসা হইতে চুরি/ডাকাতির কাজে ব্যবহৃত কাটারসহ লোহার বেনা ও নগদ ৩,৭১,০০০/- টাকা উদ্ধার, আসামী আশরাফুল শেখ এর দেওয়া স্বীকারো্ক্তি মোতাবেক মাদারীপুর সদর মডেল থানা এলাকায় ইটেরপুল রেজাউল করিম তোতা মুন্সি(৫০), পিতা-রাজ্জাক মুন্সি, সাং-কুকরাইল ইটেরপুল, থানা ও জেলা-মাদারীপুর এর গ্যারেজ হইতে ০৩ টি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করি। সর্বমোট ০৬ টি চোরাই মোটর সাইকেল, ০৪ টি চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক, ০৫ টি চোরাই ব্যাটারি চালিত ভ্যানসহ নগদ ৩,৭১,০০০/- টাকা উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ০৪ টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সালথা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।
ভাংগা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ০১জন আসামী ও গ্রেফতারি পরোয়ানা মূলে ০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ০৩ জন আসামি গ্রেপ্তার করা হয়।
মধুখালী থানা পুলিশ কর্তৃক একটি নিয়মিত মামলা রুজু করা হয়, অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ০১জন ও গ্রেফতারি পরোয়ানা মুল ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক ০২টি নিয়মিত মামলা রুজু করা হয়।
ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা – ০৯ টি,
নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ০৭ টি,
আদায় কৃত জরমিানার পরিমান- ১৯,০০০/- টাকা
আটক সংখ্যা- মোটর সাইকেল- ০৫ টি , ট্রাক- ০১ টি, ট্রলি- ০১ টি, ইজিবাইক- ০১ টি ।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
Leave a Reply