সৈয়দ জাহিদুজ্জামানঃ
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা আজ ১৫ মার্চ ২০২৩ বুধবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভা পরিচালনা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী।
সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেছিলেন বলেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম। বঙ্গবন্ধু আমৃত্যু এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সংগ্রাম করে গেছেন। তারই নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং আমরা স্বাধীনতা লাভ করি। তিনি এই মহান নেতার আগামী ১৭ই মার্চ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সকলকে উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিবসটি উদযাপন করার আহবান করেন।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, আক্তারুজ্জামান বাবু এমপি, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ ছালাম, মোস্তফা কামাল খোকন, এ্যাড. অধ্যাপক নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, খালেদীন রশিদী সুকর্ণ, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, উপ দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, সদস্য ননী গোপাল মন্ডল, শেখ আকরাম হোসেন, আনোয়ার ইকবাল মন্টু, কামাল উদ্দিন বাদশা, অসিত বরণ বিশ্বাস, ফারহানা হালিম, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মোঃ আজগর বিশ্বাস তারা, রবার্ট নিক্সন ঘোষ, নান্টু রায়, মোঃ জামিল খান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নিম্মলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহিত হয়;
আগামী ১৭ই মার্চ সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত বঙ্গবন্ধুর মোরাল এ পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন। বিকাল ৪টায় জেলা দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। প্রত্যেক উপজেলা আওয়ামী লীগ কে জুম্মার নামাজের পূর্বেই বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে সকল কর্মসূচী সম্পন্ন করার নিদের্শনা দেওয়া হয়।
এছাড়া সভায় আগামী ১৮ মার্চ বিকাল ৩টায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এবং আগামী ২১ মার্চ বিকাল ৩টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করার সিদ্ধান্ত গ্রহীত হয়।
রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু’র সাথে অসদাচারন করায় রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন এর বিরুদ্ধে দলীয় শৃংখলা বিরোধী কার্যকলাপের অভিযোগ তদন্তের সাপেক্ষে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নিমিত্তে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে সভায় ৫ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
Leave a Reply