পার্থপ্রতিম ভদ্র, ফরিদপুর:
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা দল। সোমবার বিকেলে হোম পর্বের খেলায় স্বাগতিক দল প্রতিপক্ষ মুন্সিগঞ্জ জেলা দলকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আক্রমণ প্রতিআক্রমণ এর মধ্যে দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত সময় কোন গোল না আসায় ট্রাইবেকারে খেলাটি গড়ায় আর টাইব্রেকারে ফরিদপুর জেলা দল ৪-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
এদিন খেলা উপভোগ করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডি এফ এর সভাপতি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শামীম হক। এসময় মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন ফরিদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলাওল হোসেন তনু, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আলিআজগার মানিক, ডি এফ এ ও ডি এস এর সদস্য অমরেশ সাহা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রণব কুমার মুখার্জি, শেখ নুরুল ইসলাম, মাসুদুর রহমান চুন্নু, আজাদ হোসেন , আশুতোষ গুহ, এ এইচ এমন শামসুদ্দোহা চাঁদ সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোসলেম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কামরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply