রকিবুল হাসান, শ্রীপুর গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আসন্ন ৬ নং বরমী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক আনোয়ার হোসেনকে পরাজিত করে ৩০৬৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। ৫ই জানুয়ারি রোজ বুধবার পঞ্চম ধাপে শ্রীপুর উপজেলা ৮ টি ইউনিয়নে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এরমধ্যে ইউনিয়নে ৬ টি ইউনিয়নে নৌকা বেসরকারিভাবে বিজয়ী হয়েছে,, এবং স্বতন্ত্র প্রার্থী গাজীপুর ইউনিয়ন ঘোড়া, ও বরমী ইউনিয়ন আনারস। বরমী ইউনিয়নে ১/আখতারুজ্জামান শামীম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক পেয়েছেন,৩০ভোট ২/খায়রুজ্জামান স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক পেয়েছ,২৩ ভোট ৩/তোফায়েল আহমেদ স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীক পেয়েছেন, ৬০ ভোট ৪/মাহদী হাসান ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীক পেয়েছেন, ১৭৮৬ ভোট ৫ মাহফুয রহমান মোড়ল, জাকের পার্টি গোলাপ ফুল প্রতীক পেয়েছেন, ৩৩১ ভোট ৬/আনোয়ার হোসেন সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক পেয়েছে ১৫১২৩ ভোট ৭/তোফাজ্জল হোসেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক পেয়েছে ১৮১৮৬ ভোট,৩০৬৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তোফাজ্জল হোসেন। বরমী ইউনিয়ন পরিষদ। ৮/দেলোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ১৩২ ভোট মোট ভোটার সংখ্যা: ৫১৩৮৯ ইউনিয়নের ২১ টি কেন্দ্রের ফলা-ফল মোট বৈধ ভোটার সংখ্যা:৩৫৬৭১ অবৈধ (বাতিলকৃত) ভোটার সংখ্যা: ১১৪৬ সর্বমোট প্রদও ভোট সংখ্যা: ৩৬৮১৭ শ্রীপুর উপজেলার আসন্ন ৬ বরমী ইউনিয় পরিষদ নির্বাচনে ৪,৫ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। বক প্রতীক হাসিনা আক্তার, ৬নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীক সুমন আহমেদ। ৫ নং ওয়ার্ডে মেম্বার হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীক রনি আকন্দ। ৮নং ওয়ার্ডে পুনরায় মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীক খন্দকার হারুনুর রশিদ। বরমী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ৯নং ওয়ার্ডে নবনির্বাচিত ভ্যান গাড়ি প্রতীক নজরুল ইসলাম। গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাধারণ জনতারা জানান, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের কাজ করে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবার বরমী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছে কাজ করে যাবেন। তাঁর পরিশ্রম ও সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে, স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা পাচ্ছেন এবং সহযোগিতার আশা ব্যক্ত করে চলেছেন।বরমী ইউনিয়ন পরিষদের মানুষ ভালো বলছে।৬নং বরমী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তিনি খুবই আদর্শ একজন নম্র-ভদ্র মানুষ।জানা গেছে, তিনি যেকোন কাজই উৎসাহের সঙ্গে করতে পারেন।বরমী বাজারের অসংখ্য লোকেরা বলেছেন নব নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ছোট বেলা থেকেই তাঁর কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে পেরেছে তা হলো সবার সাথে ভালো সম্পর্ক রাখা। নবনির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পরই ছুটে বেড়াচ্ছেন সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে তিনি নির্বাচিত হওয়ার পরই ঘরে থাকতে পারছেন না। জনগণের অফুরন্ত ভালোবাসা তাকে ঘরে থাকতে দিচ্ছে না তার মানবিক মন মানসিকতা। এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন। আমি বিজয়ী হয়েছি এই আনন্দ আমি এক উপভোগ করব না আমি আমার সকল ভোটারদের সাথে দেখা সাক্ষাত করার জন্য মাঠে আছি,,, এবং যতদিন পৃথিবীতে থাকবো ততদিন এইভবে আমার আনন্দকে জনগণের সাথে ভাগ করে নেব।
Leave a Reply