বিশেষ প্রতিবেদন :
“কি লাগবে আপনার? সরকারি চাকরি লাগবে? বড় কোন প্রতিষ্ঠানে চাকরির প্রয়োজন? কোন সমস্যা নেই, আমার চাচা একজন বড় পুলিশ কর্মকর্তা। এছাড়াও বড় বড় লোকদের সাথে আমার লবিং আছে। শুধু একটা ফোন দিয়ে বল্লেই আপনার চাকরি হয়ে যাবে। তবে কিছু টাকা অগ্রিম দিতে হবে।” এভাবেই প্রথমে নিজ গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করে নিজের গ্রাম ছেড়ে ঢাকায় পারি জমিয়েছে বহুমুখী প্রতারক আবু হাসান। তবে এটা সত্যি যে, তার চাচা পুলিশ লাইনের একজন এ এস আই। চাকরি দেয়ার কথা বলে আপন ছোট ভাইয়ের কাছ থেকেও ৩ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই প্রতারক আবু হাসান। প্রতারক আবু হাসান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার নিস্চিন্তপুর গ্রামের রেজাউল আকন্দের ছেলে। বর্তমানে গাজীপুরের টঙ্গী মরকুন এলাকায় তার চতুর্থ স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকছেন বলে জানা গেছে।
একজন ড্রাইভার হিসেবে তার দক্ষতা আছে বলা যায়। হঠাৎ এই প্রতারক দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকা অফিসে এসে ভুল তথ্য দিয়ে (সাংবাদিকতায় অভিজ্ঞতা আছে বলে) ফটো সাংবাদিক হিসেবে কার্ড নেয় প্রতারক আবু হাসান। তারই সুবাদে নিজেকে একজন সাংবাদিক বলেও পরিচয় দিচ্ছে এই প্রতারক। প্রকৃতপক্ষে তার কোন শিক্ষাগত যোগ্যতা নেই, বাংলা লিখলেও তার মধ্যে অসংখ্য ভুল করে এই প্রতারক। নিজেকে অবিবাহিত, বিয়ে করেছিলাম কিন্তু স্ত্রী ভালো না তাই ডিভোর্স দিয়ে দিয়েছি এমন কথা বলে এ পর্যন্ত প্রায় ৫/৬টা বিয়ে করেছে বহুমুখি প্রতারক আবু হাসান। নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রতারনার স্বীকার এক মেয়ে বলেন, “হাসান আমাকে অর্থের লোভ দেখিয়ে বিয়ের প্রস্তাব করে, বিয়ের নাটক সাজিয়ে আমার সাখে প্রায় এক বছরের মতো সংসার করে, আমার ইচ্ছার বিরেুদ্ধেও আমাকে দিয়ে সে পতিতাবৃত্তি করায়। আমি তার প্রতারনার হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করলে তার মোবাইলে ধারন করা আমার বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আমাকে ব্লাকমেইল করতে থাকে। বিয়ে ছাড়াও আবু হাসান অসংখ্য মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদের ব্লাকমেইল করে। এটা তার নেশায় পরিনত হয়ে গেছে।”
প্রতারক আবু হাসানের বহুমুখী প্রতারনা নিয়ে আগামী সংখ্যায় আসছে বিস্তারিত।
Leave a Reply